Advertisements
বৃষ্টিপাত কিরূপে হয়?
উত্তর : জলীয় বাষ্প বিশুদ্ধ বায়ুর তুলনায় হালকা বলে, প্রচুর জলীয় বাষ্পপূর্ণ পরিপক্ত বায়ুও হালকা হয়ে ওপরের দিকে উঠে যায় এবং ওপরের শীতল বায়ুস্তরের প্রভাবে শীঘ্রই শীতল হয়। এছাড়া, ওপরে বায়ুমণ্ডলের চাপ কম বলে সেই বায়ু সহজে প্রসারিত হয়ে আরও শীতল হয়ে পড়ে। যেহেতু জলীয় বাষ্প ধারণ ক্ষমতা উত্তাপের ওপর নির্ভর করে সেই জন্য উত্তাপের তুলনায় জলীয় বাষ্পের পরিমাণ বেশী হলে বায়ু আর জলীয় বাষ্প ধরে রাখতে পারে না। তখন জলীয় বা্পগুলাে বায়ু থেকে আলাদা হয়ে বায়ুমণ্ডলে ভাসমান এক-একটি ধূলিকণাকে আশ্রয় করে মেঘ রূপে ঊর্ধ্বাকাশে ভাসতে থাকে। ঐ মেঘ বাতাসের প্রভাবে ওপরে উঠলে শীতল হয়ে যায় এবং তা আরও ঘনীভূত হয়ে বড় বড় বিন্দুতে পরিণত হলে পৃথিবীর মাধ্যাকর্ষণের প্রভাবে বৃষ্টি রূপে নীচে নেমে আসে।
0 Comments