Advertisements
কিরূপে মেঘের সৃষ্টি হয়?
উত্তর : সাধারণত কোন বাতাসের উষ্ণতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে চাপ কমে গেলে চাকলপাশের বার্তাসের তুলনায় তা হালকা হয়ে উর্ধ্বগামী হয়। উচ্চতার সঙ্গে বাতাসের তাপমাত্রাও কমতে থাকে। তাপমাত্রা কম হলে আবার বাতাসটির আপেক্ষিক আর্দ্রতা বৃদ্ধি পেতে থাকে। আপেক্ষিক আ্দ্রতার বৃদ্ধি বাতাসের ঘনীভবনেসহায়তা করে। ফলে, বাতাসের জলীয় বাষ্পের কিছু অংশ বা পুরােটাই সম্পৃক্ত হয়ে ছােট ছােট জলকণায় পরিণত হয়। এই জলকণাগুলি খুব ছােট হলে তা বাতাসের ধূলিকণাকে আশ্রয় করে ভেসে বেড়ায়। বাতাসে ভাসমান এই ছােট ছােট জলকণা বা তুষারকণাকে মেঘ বলে।
0 Comments