Advertisements
প্রােটানােপিয়া কাকে বলে ?
» মানুষের বর্ণান্ধতা রােগের ক্ষেত্রে X ক্রোমােজোমের বড়াে বাহুর প্রান্তীয় অঞ্চলে যে-মিউট্যান্ট অ্যালিলের উপস্থিতির ফলে কার্যকারী স্বাভাবিক লাল সংবেদী রঞ্জক কোন কোশে তৈরি না হওয়ার ফলে ব্যক্তি লাল রং চিনতে অক্ষম হয় সেই লাল বর্ণান্ধতাকে প্রােটানােপিয়া বলে এবং ওই ব্যক্তিকে বলা হয় প্রােটানােপ।
0 Comments