Advertisements
বায়ুর জলীয় বাষ্প ধারণ করার ক্ষমতা নির্ভর করে বায়ুর উব্ণতার ওপরক) বায়ুর উষ্ণতা বেড়ে গেলে তার জলীয় বাষ্প ধারণ করার ক্ষমতা বেড়ে যায়। সুতরাং, সেই অবস্থায় বায়ুর আপেক্ষিক আর্দ্রতা কমে যায়। (খ) আবার বায়ুর উষ্ণতা কমে গেলে তার জলীয় বাষ্প ধারণ করার ক্ষমতাও কমে যায়। সুতরাং তখন বায়ুর আপেক্ষিক আর্দ্রতাও বাড়ে। এজন্য বলা হয় যে, বায়ুর উষ্ণতা এবং এর আপেক্ষিক আর্দ্রতার মধ্যে একটি বিপরীত সম্বন্ধ আছে।

0 Comments