Advertisements
পৃথিবীর বিভিন্ন অংশে যতগুলি সাময়িক বায়ু প্রবাহিত হয়, সেগুলির মধ্যে মৌসুমী বায়ু অন্যতম। মৌসিম্' একটি আরবি শব্দ। এর অর্থ ‘ঋতু। ঋতুভেদে যে বায়ু প্রবাহিত হয় তাকে বলে মৌসুমী বায়ু। গ্রীষ্ম ও শীত ঋতুতে জলভাগ ও স্থলভাগের মধ্যে বায়ুর উষ্ণতা ও বায়ুর চাপের পার্থক্য হয়। ফলে ঋতু অনুসারে জলভাগ থেকে স্থলভাগে বা স্থলভাগ থেকে জলভাগের দিকে বায়ু প্রবাহিত হয়। একেই বলে মৌসুমী বায়ু। ভারতীয় উপমহাদেশে গ্রীষ্মকালে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু এবং শীতকালে উত্তর-পূর্ব মৌসুমী বায়ু প্রবাহিত হয়।

0 Comments