Ad Code

ফন সম্পর্কে বিস্তারিত




Advertisements

 ফন এক ধরনের স্থানীয় বায়ু। ইউরােপের অঙ্গস পার্বত্য অঞ্চলের উত্তর ঢালে রাইন নদী-উপত্যকায় এই বায়ু প্রবাহিত হয়। উষ্ণঃ-আর্ম বায়ু আল্পস পর্বতগাত্র অবলম্বন করে ক্রমশ ওপরে ওঠার সময় শীতল ও ঘনীভূত হয়, এর ফলে প্রতিবাত অঞ্চলে বৃষ্টি ও তুষারপাত হয়। ঐ বায়ু আল্পস পর্বত অতিক্রম করে যখন নিচের সংকীর্ণ রাইন নদী-উপত্যকায় নামতে থাকে, তখন সংকোচনের জন্য বায়ুর চাপ বেড়ে যায় বলে তা ক্রমশ উষ্ণ এবং শুষ্ক হতে থাকে। আল্পসের উত্তর ঢালে রাইন উপত্যকায় এইভাবে উষ্ণ ও শুদ্ধ বায়ু প্রবাহিত হয়। একেই বলে ফন। এর ফলে কোন কোন সময়ে উপত্যকার উষ্ণতা ২৪ ঘণ্টার মধ্যে প্রায় ১৫-২০° সেলসিয়াস বেড়ে যায়। উষ্ণ বায়ুর সংস্পর্শে পর্বতের বরফ গলে যায় এবং ঐ বরফগলা জলে পার্বত্য উপত্যকায় তৃণভূমি সৃষ্টি হয়।

Download Link of this Content
Advertisements
Best Search Engine Optimization
Advertisements

Post a Comment

0 Comments