Ad Code

মহাবিষুব ও জলবিষুব বলতে কী বােঝ?




Advertisements

 যে তারিখে পৃথিবীর সর্বত্র দিন-রাত্রি সমান হয়, সেই দিনটিকে বলে বিষুব। ২১শে মার্চ এবং ২৩শে সেপ্টেম্বর—এই দুটি তারিখে পৃথিবী নিজ কক্ষপথে চলতে চলতে এমন জায়গায় আসে যে, মধ্যাহ্ন সূর্যকিরণ নিরক্ষরেখার ওপর লম্বভাবে পড়ে এবং পৃথিবীর সর্বত্র দিন-রাত্রি সমান হয়।

২১শে মার্চ দিনটিকে বলে মহাবিষুব এবং ২৩শে সেপ্টেম্বর দিনটিকে বলে জলবিযুব। ২১শে মার্চ উত্তর গােলার্ধে বসন্ত ঋতু বিরাজ করে বলে এই দিনটিকে (২১শে মার্চ) Vermal or Spring Equinox বা মহাবিষুব বলা হয়। আর ২৩শে সেপ্টেম্বর উত্তর গােলার্ধে শরৎ ঋতু বিরাজ করে বলে এই দিনটিকে (২৩শে সেপ্টেম্বর) Autumnal Enquinox বা জলবিষুব বলা হয়।

Download Link of this Content
Advertisements
Best Search Engine Optimization
Advertisements

Post a Comment

0 Comments