Advertisements
চিনুক এক প্রকারের স্থানীয় বায়ু। উত্তর আমেরিকার রকি পার্বত্য অঞ্চলের পূর্ব ঢাল থেকে যে উষ্ণ ও শুষ্ক বায়ু সমভূমিতে নেমে আসে, তার নাম চিনুক। ইংরাজীতে chinook' শব্দের অর্থ 'snow eater' উত্তর আমেরিকায় শীতকালে রকি পর্বতের পূর্ব ঢাল থেকে যে উষ্ণ ও শুষ্ক বায়ু নিচের দিকে নামে তার প্রভাবে পর্বতের পাদদেশ-সহ সমগ্র প্রেইরী অঞ্চলের তুষার গলে যায়। এজন্য এই বায়ুর নামকরণ হয়েছে চিনুক। এই তুষারগলা জলে ভূমি সিক্ত হয় বলে প্রেইরী অঞ্চলে বিস্তীর্ণ তৃণভূমি সৃষ্টি হয়েছে।

0 Comments