Advertisements
এশিয়া মহাদেশের মধ্যভাগে অনেকগুলি পর্বতবেষ্টিত মালভূমি আছে, যেমন—তিব্বত মালভূমি, সায়ডম মালভূমি, মঙ্গোলিয়া মালভূমি প্রভৃতি। পর্বতবেষ্টিত বলে মালভূমিগুলিতে বৃষ্টিপাত বিশেষ হয় না, তাই অত্যন্ত শুষ্ক ও উদ্ভিদবিহীন। এজন্যই গােবি মরুভূমি, তাকলামাকান মরুভূমি প্রভৃতি এখানেই সৃষ্টি হয়েছে। এইভাবে এশিয়া মহাদেশের মধ্যভাগে উদ্ভিদবিহীন প্রায়-নিষ্প্রাণ অঞ্চল সৃষ্টি হওয়ায় একে 'Dead heart Asia' বলে।

0 Comments