Advertisements
পৃথিবীর বৃহত্তম মহাদেশ এশিয়া। আয়তনে সুবিশাল বলে এশিয়ার ভূ-প্রকৃতিও বৈচিত্র্যপূর্ণ। মহাদেশের কোথাও আছে প্রাচীন মালভূমি অঞ্চল, কোথাও সুবিস্তৃত সমভূমি, আবার কোথাও পার্বত্যভূমি। তবে এশিয়ার ভূ-প্রাকৃতিক বৈচিত্র্যের সর্বাপেক্ষা উল্লেখযােগ্য দিক হল— মহাদেশটির মধ্যভাগ অত্যন্ত পর্বতসঙ্কুল। এজন্যই এশিয়া মহাদেশকে অনেকে পর্বত হৃদয় বলে থাকেন।

0 Comments