'অয়ন কথাটির অর্থ পথ' বা ‘গতি’। সুতরাং অয়নান্ত (অয়ন + অন্ত) দিবস বলতে পথ বা গতির শেষ দিন বােঝায়।
পৃথিবী সূর্যের চারদিকে পরিক্রমণ করে বলে আকাশে সূর্যেরও একটি বার্ষিক আপাত ‘গতি’ সৃষ্টি হয়। সূর্যের এই গতিটি হল কর্কটক্রান্তি রেখা (২৩ ১/২° উত্তর) থেকে মকরক্রান্তি রেখা (২৩ ১/২⁰ দক্ষিণ) পর্যন্ত। এর মধ্যে ২২শে ডিসেম্বরের পর থেকে ২১শে জুন পর্যন্ত মকরক্রান্তি রেখা থেকে কর্কটক্রান্তি রেখার দিকে সূর্যের যে উত্তরমুখী আপাতগতি দেখা যায় তাকে বলে সূর্যেরি উত্তরায়ণ (উত্তর + অয়ন) এবং ২১শে জুনের পর থেকে ২২শে ডিসেম্বর পর্যন্ত কর্কটক্রান্তি রেখা থেকে মকরক্রান্তি রেখার দিকে সূর্যের যে দক্ষিণমুখী আপাতগতি দেখা যায় তাকে বলে সুর্যের দক্ষিণায়ন (দক্ষিণ + অয়ন)। সুতরাং সূর্যের উত্তরমুখী ও দক্ষিণমুখী অয়ন বা গতি শেষ হয় যথাক্রমে ২১শে জুন (সূর্য যখন কর্কটক্রান্তি রেখায় পৌঁছায়) এবং ২২শে ডিসেম্বর (সূর্য যখন মকরক্রান্তি রেখায় পৌঁছায়)। এজন্যই প্রতি বছর এই দুটি দিনকে (২১শে জুন ও ২২শে ডিসেম্বর) অয়নান্ত দিবস বলে।

0 Comments