Advertisements
উত্তরঃ সূর্যাস্তের সময় সূর্য দিগন্তরেখার কাছে অবস্থান করায় সূর্যরশ্মিকে পৃথিবীতে পৌঁছাতে অনেকটা পথ অতিক্রম করতে হয়। র্যালে বিক্ষেপণ সূত্র অনুসারে, আলোর বিক্ষেপণ মাত্রা আপতিত আলাের তরঙ্গদৈর্ঘ্যের চতুর্থ ঘাতের ব্যস্তানুপাতিক। ফলে সূর্যরশ্মির কম তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট বর্ণের রশ্মিগুলি (বেগুনি বা নীল) অধিক পরিমাণে বিক্ষিপ্ত হয়ে যায়। চোখে এসে পৌঁছােয় না। কিন্তু দীর্ঘ তরঙ্গ দৈর্ঘ্য বর্ণের রশ্মিগুলি, যেমন—নীল বা কমলা, অনেক কম বিক্ষিপ্ত হয়ে আমাদের চোখে এসে পড়ে। তাই অস্তগামী সূর্যকে লাল বর্ণের দেখায়।
0 Comments