Advertisements
উত্তরঃ যে আলোর বিশ্লেষণে কেবল অপরিবর্তিত বর্ণযুক্ত ওই আলােটিই পাওয়া যায়, তাকে একবর্ণী আলো বলে। যেমন সোডিয়াম বা্পের আলো। সূর্যের আলোতে দৃশ্যমান আলোর যে সাতটি রং রয়েছে, তাদের প্রত্যেকেই একবর্ণী আলো। অনেকগুলি একবর্ণী আলো মিলিত হয়ে সমষ্টিগতভাবে যে বর্ণের আলাে সৃষ্টি করে, তা হল বহুবর্ণী আলাে। যেমন- সূর্যের আলো।
গাছের পাতাকে সূর্যালােকে সবুজ দেখায়, তার কারণ ওই পাতার ওপর সূর্যের সাদা আলো যে সাতটি (বেনীআসহকলা) রংই আছে যদি পড়ে, পাতা শুধু সবুজ বর্ণের আলো প্রতিফলিত করে এবং বাকি সব আলো শােষণ করে নেয়। ফলে আমাদের চোখে প্রতিফলিত সবুজ বর্ণটি আসে এবং আমরা পাতাকে সবুজ দেখি।
0 Comments