Advertisements
এশিয়ার উত্তরাংশে সাইবেরীয় সমভূমির ওপর দিয়ে ওবইরতিশ, ইয়েনিসি এবং লেনা—এই তিনটি বড় নদী প্রবাহিত হয়েছে। সাইবেরীয় সমভূমি ক্রমশ উত্তরে ঢালু বলে মধ্য-এশিয়ার পার্বত্য অঞ্চলে উৎপন্ন হয়ে ঐ তিনটি নদীই উত্তরদিকে প্রবাহিত হয়ে শেষে সুমেরু মহাসাগরে পড়েছে। নদী তিনটির নিপ্রবাহ ও মােহানা খুব বেশি উত্তরে সুমেরু বৃত্তের মধ্যে বাহিম মণ্ডলে অবস্থিত বলে শীতকালে সবার আগে বরফাবৃত হয় এবং শীতের শেষে বসন্তকালেও বরফ গলে সবার শেষে। অন্যদিকে তিনটি নদীরই উচ্চ প্রবাহ নাতিশীতােষ্মণ্ডলে অর্থাৎ অপেক্ষাকৃত উষ্ণ অঞ্চলে অবস্থিত—যেখানে কেবলমাত্র শীতের সময়ই নদীর জল জমে বরফ হয়। এর ফলে প্রতি বছরই শীতের শুরুতে এবং শেষে নদীগুলির মােহানা বরফাবৃত থাকে বলে উচ্চ প্রবাহের জলধারা অবাধে সুমেরু মহাসাগরে গিয়ে পড়তে পারে না—জল উপচে পড়ে নদী-উপত্যকায় ব্যাপক বন্যা হয়।

0 Comments