Advertisements
জনগণনা এবং জনগণনা-সংক্রান্ত বিভিন্ন তথ্য সংগ্রহের কাজকে বলে আদমসুমার বা আদমসুমারী। যেমন—ভারতে প্রতি ১০ বছর অন্তর জনগণনা করা হয়। ১৮৭২ সালে ভারতে প্রথম জনগণনা করা হলেও ১৮৮১ সাল থেকে নিয়মিতভাবে প্রতি ১০ বছর অন্তর জনগণনা করা হয়েছে। এবং এই হিসাবে ভারতে সর্বশেষ জনগণনা করা হয় ২০০১ সালে। এরপরে আবার জনগণনা করা হবে ২০১১ সালে।

0 Comments