Advertisements
কোনও কোনও সময় প্রবল ভূ-আন্দোলনের ফলে সৃষ্ট প্রচণ্ড চাপের জন্য বা উত্তপ্ত তরল শিলাস্রোতের সংস্পর্শে আসার জন্য অথবা রাসায়নিক বিক্রিয়ার জন্য আগ্নেয় ও পাললিক শিলা। আগেকার চেয়ে আরও কঠিন ও কেলাসিত হয়ে নতুন এক ধরনের শিলায় পরিণত হয়। পূর্বের রূপ বা অবস্থার পরিবর্তন হয় বলে এই নতুন শিলাকে পরিবর্তিত বা রূপান্তরিত শিলা বলে (চিত্র ৩৪)। যেমন-গ্রানাইট থেকে রূপান্তরিত নিস্, চুনাপাথর থেকে রূপান্তরিত মার্বেল প্রভৃতি এই ধরনের | শিলা। প্রধানত তিনটি পদ্ধতিতে শিলা রূপান্তরিত হয়(ক) চাপের প্রভাবেএইভাবে কাদাপাথর | পরিবর্তিত হয়ে স্লেট ও সিস্ট পাথর গঠিত হয়, (খ) তাপের প্রভাবে—এর ফলে গ্রানাইট রূপান্তরিত হয়ে নিস্ পাথরের সৃষ্টি হয় এবং (গ) রাসায়নিক বিক্রিয়ায়—ভূ-গর্ভস্থ জল বা গ্যাসের সংস্পর্শে এলেও কোনও কোনও শিলার রূপান্তর ঘটে।

0 Comments