Advertisements
কক্ষপথে পৃথিবীর একটি বিশেষ সময়ের অবস্থানকে অনুসুর বলা হয়। এটি সৃষ্টি হয় পৃথিবীর কক্ষের আকৃতি উপবৃত্তাকার বলে। যেহেতু সূর্য এই উপবৃত্তের ঠিক কেন্দ্রে নয়, একটি নাভি বা ফোকাস-এ অবস্থিত, তাই পরিক্রমণের সময় সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সারা বছর সমান থাকে না, কখনও একটু বাড়ে, কখনও একটু কমে। যেমন ৩রা জানুয়ারি সূর্য থেকে পৃথিবীর দুরত্ব বছরের মধ্যে সবচেয়ে কম থাকে, প্রায় ১৪ কোটি ৭০ লক্ষ কিমি.। কক্ষপথে পৃথিবীর এই নিকটতম অবস্থানের নাম অনুসূর।

0 Comments