Advertisements
অক্সিন হরমোনের উৎপত্তিস্থলগুলি নিম্নরূপ -
- উদ্ভিদের মূল, কাণ্ড ও তরুণ পাতা বা বর্ধনশীল অঙ্গের ভাজক কলার কোশ অক্সিন এর প্রধান উৎসস্থল।
- ভূণমুকুলাবরণী, ভূণ, পরাগরেণু, ডিম্বাশয় ও পরিণত ফলে সংশ্লেষিত হয়।
অক্সিন হরমোনের বৈশিষ্ট্য বা প্রকৃতি
- অক্সিন একপ্রকার ইনডােল বর্গযুক্ত জৈব অম্ল।
- অক্সিনের পরিবহণ একমুখী এবং বাহক প্রোটিনের সঙ্গে যুক্ত হয়ে পরিবাহিত হয়।
- অক্সিনের ক্রিয়া আলোর উৎসের বিপরীতে অর্থাৎ, অন্ধকারে বেশি হয়।
- অক্সিন প্রধানত উদ্ভিদের বৃদ্ধি নিয়ন্ত্রণ করে এবং বিভিন্ন অঙ্গের বৃদ্ধির জন্য ভিন্ন ঘনত্বে কাজ করে, যেমন—কাণ্ডের ক্ষেত্রে বেশি ঘনত্বে ও মূলের ক্ষেত্রে কম ঘনত্বের কাজ করে।
- অক্সিন কোষে কোষে ব্যাপন ক্রিয়ার দ্বারা এবং ফ্লোয়েম কলার মাধ্যমে বিটপ থেকে মূলের দিকে প্রবাহিত হয়।
- অক্সিন ক্রিয়ার শেষে নির্দিষ্ট উৎসেচকের (IAA অক্সিডেজ) ক্রিয়ায় আলােক জারণের মাধ্যমে ধ্বংসপ্রাপ্ত হয়।
- ট্রিপ্টোফ্যান নামক অ্যামিনো অ্যাসিড-১ ইন্ডােল পাইরুভিক অ্যাসিড-অক্সিন। এর রাসায়নিক সংকেত C1oH9O2N .
0 Comments