Advertisements
উত্তর: না, কারণ মােমবাতি দহনের ফলে এর ভর ও আয়তন হ্রাস পায় ঠিকই কিন্তু মােমের উপাদানগুলি (কঠিন ও হাইড্রোজেন) দহনের সময় বায়ুর অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড এবং জলীয় বাষ্প উৎপন্ন করে। মোমবাতির দহন প্রক্রিয়াটি কোনাে আবদ্ধ পাত্রে সংঘটিত হলে দেখা যাবে যে মোমবাতির ভর যে পরিমাণে হ্রাস পেয়েছে, সেই একই পরিমাণ ভরের কার্বন ডাইঅক্সাইড ও জলীয় বাষ্প উৎপন্ন হয়েছে।
অবশ্যই মনে রাখতে হবে যে, মোমবাতির ভরের সঙ্গে দহনে ব্যবহৃত অক্সিজেনের পরিমাণ যােগ করলেই তবে ভরের সমতাবিধান হবে এবং ভরের নিত্যতা সূত্র লঙ্ঘিত হবে না।
0 Comments