Advertisements
উত্তর: যে বস্তুটির ওপর তড়িৎ লেপন করতে হবে তাকে পরপর লঘু ক্ষার-দ্রবণ, অ্যাসিড এবং সর্বশেষে জল দিয়ে ভালাে করে ধুয়ে পরিষ্কার করা হয়। এই পরিষ্কার বস্তুটি ভোল্ট মিটার বা তড়িদবিশ্লেষণ কোষে ঝুলিয়ে ক্যাথােডরূপে ব্যবহার করা হয়। যে ধাতুর প্রলেপ দিতে হবে তার একটি লবণের দ্রবণ তড়িৎ বিশ্লেষ্য রূপে ভােল্টামিটারে রাখা হয় এবং ওই একটি বিশুদ্ধ দণ্ড বা পাতকে ভােল্টামিটারে ঝুলিয়ে অ্যানােডরূপে ব্যবহার করা হয়।
0 Comments