Advertisements
মকরসংক্রান্তি বলতে কী বােঝ?
অথবা, দক্ষিণ অয়নান্ত দিবস কাকে বলে?
উত্তর ঃ বার্ষিক আপাত গতি অনুসারে ২৩ ১/২⁰, দক্ষিণ সমাক্ষরেখা বা মকরক্রান্তি রেখা সুর্যের দক্ষিণায়নের শেষ সীমা। ২২শে ডিসেম্বর সূর্যের দক্ষিণমুখী গমন বা দক্ষিণায়ন শেষ হয় বলে এই দিনটিকে মকরসংক্রান্তি বা দক্ষিণ অয়নান্ত দিবস বলে।

0 Comments