Advertisements
এশিয়ার উত্তরে সুমেরু মহাসাগর, পূর্বে প্রশান্ত মহাসাগর, দক্ষিণে ভারত মহাসাগর, দক্ষিণ-পশ্চিমে লােহিত সাগর ও আফ্রিকা এবং পশ্চিমে ভূমধ্যসাগর ও ইউরােপ। পূর্বদিকে সংকীর্ণ বেরিং প্রণালী এশিয়া মহাদেশকে উত্তর আমেরিকা মহাদেশ থেকে বিচ্ছিন্ন করেছে এবং পশ্চিমদিকে লােহিত সাগর ও সুয়েজ খাল এশিয়া মহাদেশকে আফ্রিকা মহাদেশ থেকে বিচ্ছিন্ন করেছে। তবে ইউরােপ ও শিয়া মহাদেশের মাঝখানে অনুচ্চ ইউরাল পর্বত ও ইউরাল নদী ছাড়া অন্য কোন ভৌগােলিক সীমারেখা নেই। প্রকৃতপক্ষে, ইউরােপ ও এশিয়া একটি যুক্ত স্থলভাগ। এজন্য এই দুই মহাদেশকে একসঙ্গে বলে ইউরেশিয়া।

0 Comments