Advertisements
এশিয়া মহাদেশ পশ্চিমে প্রায় ২৫° পূর্ব দ্রাঘিমা থেকে শুরু করে পূর্বে প্রায় ১৭০° পশ্চিম দ্রাঘিমা এবং উত্তরে প্রায় ৭৮° উত্তর অক্ষাংশ থেকে দক্ষিণে প্রায় ১০° দক্ষিণ অক্ষাংশ পর্যন্ত বিস্তৃত। সুতরাং এশিয়া মহাদেশ উত্তর-দক্ষিণে প্রায় ৮৮° অক্ষাংশ এবং পূর্ব-পশ্চিমে প্রায় ১৬৫° দ্রাঘিমা জুড়ে বিস্তৃত।

0 Comments