Advertisements
নব নির্বাচিত ইংল্যাণ্ডের শ্রমিক দলের প্রধানমন্ত্রী ক্লিমেন্ট এটলি ভারতীয়দের ক্ষমতা হস্তান্তরের জন্য ব্রিটিশ-মন্ত্রিসভার তিন সদস্যের এক প্রতিনিধি দল ভারতে পাঠান। একেই মন্ত্রী মিশন বলে। ব্রিটিশ শাসিত অঞ্চলও দেশীয় রাজ্য সমবায় যুক্তরাষ্ট্র গঠন, ক, খ, গ শ্রেণিতে প্রদেশগুলির বিভাগ, অন্তবর্তী সরকার গঠন, গণ পরিষদ গঠন প্রভৃতি বিষয় এই পরিকল্পনায় ছিল।

0 Comments