Advertisements
একটি নদী এবং তার বিভিন্ন উপনদী ও শাখানদীগুলি যে অঞ্চলের ওপর দিয়ে প্রবাহিত হয়, সেই অঞ্চলকে বলে ঐ নদীটির অববাহিকা। কাছাকাছি অবস্থিত দুই নদী-অববাহিকাকে যে উচ্চভূমি পৃথক করে, সেই উচ্চভূমিকে বলে জলবিভাজিকা। সাধারণত পাহাড় বা পর্বত জলবিভাজিকার কাজ করে।

0 Comments