গঙ্গা নদীর তিনটি প্রবাহ কোথা থেকে কতদূর পর্যন্ত বিস্তৃত?
Advertisements
উত্তরপ্রদেশের গঙ্গোত্রী হিমবাহের গােমুখ তুষারগুহা থেকে উত্তরপ্রদেশেরই হরিদ্বার পর্যন্ত গঙ্গার পার্বত্য প্রবাহ বা উচ্চগতি, হরিদ্বার থেকে বিহারের রাজমহল পর্যন্ত গঙ্গার সমভূমি প্রবাহ বা মধ্যগতি এবং রাজমহল থেকে বঙ্গোপসাগরের মােহানা পর্যন্ত গঙ্গার ব-দ্বীপ প্রবাহ বা নিম্নগতি।
0 Comments