Advertisements
নেপালের প্রধান প্রধান আমদানি দ্রব্যগুলি হল—চা, সুতি বস্ত্র, গম, চিনি, ইস্পাত, সিমেন্ট, কাগজ, তেলবীজ, ওষুধপত্র, যন্ত্রপাতি, চর্মজাত দ্রব্য, লবণ প্রভৃতি। নেপাল যেসব জিনিস রপ্তানি করে সেগুলির মধ্যে উল্লেখযােগ্য হল—চাল, পাট, চামড়া, মাখন, ঘি, চর্বি, ফল, মশলা, পশম প্রভৃতি।

0 Comments