Advertisements
বন্ধুর পাথুরে ভূমি, গভীর অরণ্য, অনুর্বর মৃত্তিকা, প্রতিকূল জলবায়ু প্রভৃতি অসুবিধার জন্য ভুটানে কৃষি ভূমির পরিমাণ খুবই কম। দেশের মাত্র ৯ শতাংশ ভূমি কৃষিকাজের উপযােগী। পার্বত্য উপত্যকা এবং পাহাড়ের গায়ে ধাপ কেটে যেসব ফসল উৎপাদন করা হয় সেগুলির মধ্যে ধান, ভুট্টা, গম, যব, বড় এলাচ এবং ফলের মধ্যে আপেল ও কমলালেবু সর্বাধিক গুরুত্বপূর্ণ।

0 Comments