Ad Code

পাকিস্তানের কৃষিকাজের ওপর জলবায়ুর প্রভাব আলােচনা কর।




Advertisements

 কৃষিকাজের ওপর জলবায়ুর:  প্রভাব ও পাকিস্তানের জলবায়ু শুষ্ক ও চরমভাবাপন্ন। বেশিরভাগ জায়গায় বছরে ৫০ সেমি. বৃষ্টিপাতও হয় না। এজন্য দেশের মাত্র ২৫ শতাংশ এলাকায় কৃষিকাজ করা যায়। তা-ও এইসব স্থানে ফসল উৎপাদনের জন্য জলসেচের ওপর নির্ভর করতে হয়। এজন্য পাকিস্তানের জলসেচ ব্যবস্থার ব্যাপক প্রসার ঘটেছে। স্বল্প বৃষ্টিপাত ও শুষ্ক পরিবেশের জন্য যেসব ফসল চাষে বেশি জলের প্রয়ােজন হয় না, কেবল সেই ফসলগুলিই বেশি পরিমাণে উৎপাদন করা হয়, যেমন গম, তুলো, জোয়ার, বাজরা, ভুট্টা প্রভৃতি। সিন্ধুপ্রদেশ ও পশ্চিম পাঞ্জাবে বৃষ্টিপাত কিছুটা বেশি হয় এবং জলসেচেরও সুবিধা আছে। এজন্য পাকিস্তানের এই দুই প্রদেশে কৃষিকাজ খুব ভাল হয়। অপরদিকে, দেশের পশ্চিম ও উত্তর-পশ্চিম ভাগে শুষ্ক আবহাওয়ার জন্য চাষ-আবাদ বিশেষ হয় না।

Download Link of this Content
Advertisements
Best Search Engine Optimization
Advertisements

Post a Comment

0 Comments