গ্রীষ্মকালের দুপুরে পুকুরে ডুব দিয়ে স্নান করলে বেশ আরাম লাগে কেন?
Advertisements
জল তাপের কুপরিবাহী। তাই সূর্যের তাপে পুকুরের উপরিভাগের জল গরম হলেও ওই তাপ জলের তল থেকে নীচের দিকে বেশি দূর যেতে পারে না এবং নীচের জল ঠান্ডা থাকে। সেইজন্য ডুব দিয়ে স্নান করলে বেশ আরাম লাগে।
0 Comments