শীতকালে পুরােনাে লেপের চেয়ে নতুন লেপ গায়ে দিলে বেশি গরম বােধ হয় কেন ?
Advertisements
পুরােনাে লেপ ব্যবহারের ফলে তুলাে বসে গিয়ে তার মধ্যে ফাঁক কমিয়ে দেয়, ফলে ওই ফাঁকে থাকা বায়ুর পরিমাণও কম থাকে। কিন্তু নতুন লেপের তুলাের ফাঁকে প্রচুর বায়ু থাকে। বায়ু তাপের কুপরিবাহী, তাই দেহের তাপ বাইরে যেতে পারে না এবং আমাদের শরীর গরম থাকে।
0 Comments