Advertisements
হােয়াংহােকে চীনের দুঃখ' বলা হয়।
** হােয়াংহাে চীনের দ্বিতীয় দীর্ঘতম নদী। চীনের উত্তরাংশের ওপর দিয়ে এই নদীটি প্রবাহিত হয়েছে। ছিংহাই প্রদেশের বায়ানহার পর্বতের উত্তরাংশ থেকে হােয়াংহাে নদী উৎপন্ন হয়ে মঙ্গোলিয়া মালভূমি ও লােয়েস অঞ্চলের ওপর দিয়ে এঁকে-বেঁকে প্রবাহিত হয়ে সানটুং উপখীপের কাছে পােহাই উপসাগরে পড়েছে। মঙ্গোলিয়ার গােবি মরুভূমি থেকে প্রচুর পরিমাণে পীত বা হলদে মাটি বাতাসের সঙ্গে উড়ে এসে হােয়াংহাে নদীতে পড়ে। (এজন্য হােয়াংহাে নদীর জল পীত রঙের এবং এর আরেক নাম পীত নদী।) অত্যধিক পরিমাণে পলি বাহিত হয় বলে হােয়াংহাে নদীর খাত খুবই অগভীর। এজন্য হােয়াংহাে নদীতে

0 Comments