Advertisements
তড়িৎশক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করা হয়।
যে যন্ত্রের মাধ্যমে তাকে বৈদ্যুতিক মােটর বলে। ফ্লেমিং-এর বামহস্ত নিয়মে কোনাে চৌম্বকক্ষেত্র কোনাে তড়িদ্বাহী পরিবাহীর ওপর বল ক্রিয়া করে এবং পরিবাহীতে গতি সৃষ্টি করে। এই নীতির ওপর ভিত্তি করে বৈদ্যুতিক মােটর তৈরি করা হয়।

0 Comments