কোন কোন বিষয়ের ওপর বালোচক্রের ঘূর্ণনের হার নির্ভর করে?
Advertisements
এ তড়িৎপ্রবাহের মাত্রা এবং চৌম্বকক্ষেত্রের মান এই দুটি বিষয়ের ওপর বালোচক্রের ঘূর্ণন বেগ নির্ভর করে। তড়িৎপ্রবাহের মাত্রা বা চৌম্বক ক্ষেত্রের মান বাড়ালে বালোচক্রের ঘূর্ণন বেগ বাড়ে। তড়িৎপ্রবাহ বা চৌম্বকক্ষেত্রের মান কমালে চক্রের ঘূর্ণন বেগ কমে যাবে।
0 Comments