পৃথিবীর আহ্নিক গতির বেগ বিষুবরেখা থেকে মেরুর দিকে ক্রমশ কমতে থাকে, কারণ—পৃথিবী গােলাকার বলে এর পরিধি সব জায়গায় সমান নয়। বিষুবরেখা বরাবর পৃথিবীর পরিধি সর্বাধিক। এরপর পরিধি ক্রমশ কমতে কমতে দুই মেরুতে গিয়ে একেবারে বিন্দুতে পরিণত হয়েছে। যেহেতু ২৪ ঘণ্টায় পৃথিবীর সব এলাকাকেই একবার সম্পূর্ণ আবর্তন করতে হয়, তাই সময়ের সঙ্গে সমতা রাখতে যেখানে পরিধি যত বেশি, সেখানে আবর্তনের বেগও তত বেশি হয়। বিপরীতভাবে বলা যায়, যেখানে পরিধি যত কম, সেখানে আবর্তনের বেগও তত কম। মধ্যভাগে বিষুবরেখা বরাবর পরিধি সর্বাধিক বলে পৃথিবীর আবর্তনের গতিবেগও বেশি, ঘণ্টায় প্রায় ১,৬৩০ কিমি.। বিষুবরেখা থেকে উত্তর ও দক্ষিণে পৃথিবীর পরিধি ক্রমশ কমে যায় বলে আবর্তনের বেগও ক্রমশ কমতে থাকে, যেমন—৩০° অক্ষরেখায় প্রতি ঘণ্টায় ১,৪৩৮ কিমি, এবং ৬০° অক্ষরেখায় ৯৯০ কিমি.। এইভাবে কমতে কমতে উত্তর ও দক্ষিণ মেরুবিন্দুতে আবর্তনের কোন বেগই থাকে না।

0 Comments