Advertisements
পরিবেশ দূষণের নিয়ন্ত্রণ নিম্নাক্ত উপায়ে সম্ভব
- জীবাশ্ম জ্বালানির ব্যবহার সীমিত করা দরকার।
- জৈব-ভঙ্গুর পলিমার ব্যবহারের পর যত্রতত্র ফেলা চলবে না। মাটিতে দীর্ঘদিন পড়ে থাকলে মাটির উর্বরতা ও গুণগত মান হ্রাস পায়। নর্দমায় ফেললে জল নিকাশি ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হবে, তাই নালা-নর্দমায় ফেলা চলবে না। পুকুরে বা নদীতেও ফেলা অনুচিত কারণ এতে জলজ প্রাণীর জীবন বিপন্ন হবে কারণ তারা প্রয়ােজনীয় অক্সিজেন পাবে না।
- কীটনাশকের ব্যবহার নিয়ন্ত্রণ করতে হবে, না-হলে কৃষিজমির চরিত্রের মান (ফসল উৎপাদনের ক্ষমতা) নষ্ট হবে।
- বৃক্ষরােপণ করে পরিবেশের সজীবতা বাড়াতে হবে।
- শিল্পাঞ্চল থেকে নির্গত দূষিত গ্যাস শােধন করে পরিবেশে ছাড়তে হবে।
0 Comments