Advertisements
উত্তর: বৈদ্যুতিক বাতির ভিতর তামার প্রলেপযুক্ত মাটি তারের সঙ্গে টাংস্টেন তারের কুণ্ডলী আটকানাে থাকে। একে ফিলামেন্ট বলে।
টাংস্টেন তারের গলনাঙ্ক ও রােধাঙ্ক খুব বেশি। তারটি সরু ও দীর্ঘ হওয়ায় এর রােধ খুব বেশি। ফলে বাবের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ পাঠালে ফিলামেন্টটি উত্তপ্ত হয়ে ওঠে ও ভাস্বর হয়ে আলাে বিকিরণ করে। টাংস্টেনের গলনাঙ্ক বেশি হওয়ায় অতি উচ্চ তাপে তারটি গলে যায় না।
0 Comments