Ad Code

H2S-এর বিষক্রিয়া লেখাে।




Advertisements

 H2S-এর বিষক্রিয়া লেখাে।

উত্তর : H2S একটি বর্ণহীন, পচা ডিমের গন্ধযুক্ত বিষাক্ত গ্যাস। বায়ুতে 5 ppm-এর চেয়ে বেশি মাত্রায় H,S গ্যাস উপস্থিত থাকলে এবং ওই বায়ুতে শ্বাস নিলে চোখ জ্বালা করে, মাথা যন্ত্রণা করে, ক্লান্তি আসে, হজমের গণ্ডগােল হয়, ওজন হ্রাস পায়, এমনকি মানুষ সংজ্ঞাহীন হয়ে পড়ে। H2S মিশ্রিত বায়ু দীর্ঘক্ষণ প্রশ্বাসের সঙ্গে গ্রহণ করলে মানুষের মৃত্যু পর্যন্ত ঘটতে পারে।


H2S শ্বাসপ্রশ্বাসের মধ্যে দিয়ে আমাদের শরীরের প্রবেশ করে এবং ফুসফুসের সংস্পর্শে আসে। আমাদের রক্তে হিমোগ্লোবিন থাকে যাতে লােহা বর্তমান এবং এ ছাড়াও বিভিন্ন ধাতু বর্তমান। S আয়নের ধাতুর প্রতি অধিক আসক্তি থাকায় সালফাইড লবণ গঠনের প্রবণতা থাকে। এভাবে H,S বিষক্রিয়া ঘটায়।

Download Link of this Content
Advertisements
Best Search Engine Optimization
Advertisements

Post a Comment

0 Comments