Ad Code

হিটারে নাইক্রোম তারের কুণ্ডলী ব্যবহার করা হয় কেন ?




Advertisements

 উত্তর: বৈদ্যুতিক হিটারে নাইক্রোম তারের কুণ্ডলী ব্যবহার করা হয়। নাইক্রোম হল নিকেল (NI), ক্রোমিয়াম (Cr) ও আয়রনের (Fe) তৈরি সংকর ধাতু। এই সংকর ধাতুটি উচ্চ রােধাঙ্কবিশিষ্ট। জুলের সূত্রানুযায়ী, রােধাঙ্ক বেশি হওয়ায় তড়িৎপ্রবাহে তাপের উৎপাদন বেশি হবে। নাইক্রোম তারের গলনাঙ্ক বেশি হওয়ায় এই উচ্চ উয়তায় তারটি গলে যায় না , এবং এটি বায়ুর অক্সিজেন দ্বারা জারিত হয় না। ফলে ক্ষয়প্রাপ্ত হয় না। হিটারে নাইক্রোম তারকে কুণ্ডলীর আকারে বসানাে থাকে, এই অবস্থায় তারটির দৈর্ঘ্য বেশি হয় এবং পৃষ্ঠতলের ক্ষেত্রফল বেশি হওয়ায় তাপ সঞ্চালন পর্যাপ্ত পরিমাণে হয়।

Download Link of this Content
Advertisements
Best Search Engine Optimization
Advertisements

Post a Comment

0 Comments