পৃথিবীর গােলীয় আকার, পরিক্রমণ গতি, পরিক্রমণের সময় কক্ষতলের ওপর নিজের মেরুরেখার ৬৬১/, কোণে অবস্থান প্রভৃতি কারণে বছরের বিভিন্ন সময়ে কর্কটক্রান্তি রেখা থেকে মকরক্রান্তি রেখার মধ্যে কোন-না-কোন স্থানে মধ্যাহ্ন সূর্যরশ্মি লম্বভাবে পড়ে এবং নিরক্ষরেখা থেকে মেরু অঞ্চলের দিকে সূর্যরশ্মি ক্রমশ তির্যকভাবে পড়ে। লম্বভাবে পতিত সূর্যরশ্মির তুলনায় তির্যকভাবে পতিত সূর্যরশ্মিতে ভূ-পৃষ্ঠ কম উত্তপ্ত হয়। কারণ-(ক) তি্যকরশ্মি বেশি বায়ুস্তর ভেদ করে আসে এবং (খ) তির্যকরশ্মি অনেক বড় জায়গায় ছড়িয়ে পড়ে। যেহেতু নিরক্ষরেখায় সারা বছর মধ্যাহ্ন সূর্যরশ্মি লম্বভাবে পড়ে এবং নিরক্ষরেখা থেকে উত্তরে বা দক্ষিণে অর্থাৎ মেরুর দিকে সূর্যরশ্মি ক্রমশ বেশি তির্যকভাবে পড়ে, তাই নিরক্ষীয় অঞ্চলে উত্তাপ সবচেয়ে বেশি হয় এবং নিরক্ষরেখা থেকে ক্রমশ উত্তরে ও দক্ষিণে অর্থাৎ মেরুর দিকে উত্তাপ কমে যায়।

0 Comments