পৃথিবী সর্বদাই নিজের কক্ষতলের সঙ্গে ৬৬১/,° কোণ করে সূর্যকে পরিক্রমণ করে। এর ফলে বছরে ৬ মাস উত্তর গােলার্ধ এবং ৬ মাস দক্ষিণ গােলার্ধ সুর্যের দিকে হেলে থাকে। ২১শে মার্চ থেকে ২৩শে সেপ্টেম্বর পর্যন্ত এই ৬ মাস পৃথিবী কক্ষপথের এমন এক স্থানে থাকে যে, এই সময় দক্ষিণ গােলার্ধের তুলনায় উত্তর গােলার্ধ সূর্যের দিকে বেশি ঝুঁকে থাকে এবং এর ফলে সুমেরু ক্রমাগত সূর্যের আলাে পায়, আর কুমেরু ক্রমাগত অন্ধকারে থাকে, অর্থাৎ সুমেরুতে ৬ মাস দিন হয় এবং কুমেরুতে ৬ মাস রাত্রি হয়। আবার, অন্যদিকে ২৩শে সেপ্টেম্বর থেকে ২১শে মার্চ-এই ৬ মাস উত্তর গােলার্ধের তুলনায় দক্ষিণ গােলার্ধ সূর্যের দিকে বেশি ঝুঁকে থাকে, এবং তাই কুমেরু একটানা সূর্যালােক পায় ও সুমেরু অন্ধকারে থাকে অর্থাৎ কুমেরুতে একটানা ৬ মাস দিন এবং সুমেরুতে একটানা ৬ মাস রাত্রি হয়। এজন্যই মেরু অঞ্চলে ৬ মাস দিন এবং ৬ মাস রাত্রি দেখতে পাওয়া যায়।

0 Comments