Advertisements
উতর: প্লাস্টিক দূষণ নিয়ন্ত্রণ পদ্ধতি :
- প্লাস্টিক যেহেতু মাটির সঙ্গে মেশে না, তাই প্লাস্টিক জাত পদার্থগুলির ব্যবহারের ওপর বিধিনিষেধ আরােপ করা উচিত। প্লাস্টিক ব্যবহারের ফলে পরিবেশের ভয়ানক অবস্থা সম্পর্কে জনগণকে সচেতন করা প্রয়ােজন। বর্তমানে আমেরিকা, জাপান প্রভৃতি দেশে প্লাস্টিকের পরিবর্তে বায়ােডিগ্রেডেবল (জীব অণু দ্বারা বিয়ােজিত হয় যেসব পদার্থ)
- প্লাস্টিক এবং কাগজের ব্যাগ ব্যবহার করা হচ্ছে। প্লাস্টিক ব্যবহারে মাটির উর্বরতা নষ্ট হয়। প্লাস্টিক পরিবেশে কী ভীষণ বিপদ সৃষ্টি করতে পারে সেই বিষয়ে গণসচেতনতার প্রসার ঘটিয়ে প্লাস্টিকের ব্যবহার কমানাে যেতে পারে।
- প্লাস্টিক প্রস্তুত সংস্থাগুলির ওপর সরকারি বিধিনিষেধ জারি করে প্লাস্টিক উৎপাদন নিয়ন্ত্রণ করা যেতে পারে।
- বায়ােডিগ্রেডেবল ব্যাগ ব্যবহার বাধ্যতামূলক করা প্রয়ােজন।
0 Comments