Advertisements
উত্তর পর্যায় সারণির উপযোগিতা -
- পর্যায় সারণিতে মৌলগুলিকে ধর্মভিত্তিক শ্রেণিবদ্ধ করায় রসায়ন শাস্ত্রের চর্চা অনেক সহজ এবং সুশৃঙ্খল হয়েছে। কোনাে শ্রেণীর একটি মৌলের ধর্ম জানা থাকলে সেই শ্রেণীর অপর মৌলগুলির ধর্ম সম্বন্ধে মােটামুটি ধারণা করা যায়।
- পর্যায় সারণির সাহায্যে কয়েকটি মৌলের পারমাণবিক গুরুত্ব সংশােধন করা হয়েছে, যেমন—বেরিলিয়াম (Be), ইন্ডিয়াম (In) ইত্যাদি।
- পর্যায় সারণি নতুন মৌলের অস্তিত্ব সম্বন্ধে ভবিষ্যদ্বাণী করে এবং পরবর্তীকালে স্ক্যান্ডিয়াম, গ্যালিয়াম ও জার্মেনিয়াম কয়েকটি নতুন মৌল আবিষ্কৃত হয়েছে।
- পর্যায় সারণি থেকে জানা যায়—প্রাকৃতিক মৌলের সংখ্যা 92টি এবং বাকি মৌলগুলি কৃত্রিম মৌল।
- পর্যায় সারণিতে কোনাে মৌলের অবস্থান জানা থাকলে মৌলটির বিভিন্ন ধর্ম, যেমন—গলনাঙ্ক বা স্ফুটনাঙ্ক, রাসায়নিক সক্রিয়তা, তড়িৎ পরিবাহিতা, যোজ্যতা, ধাতব বা অধাতব ধর্ম, জারণ-বিজারণ ক্ষমতা ইত্যাদি জানা যায়।
- পর্যায় সারণি থেকে পরমাণুর গঠন ও ইলেকট্রন-বিন্যাস সম্পর্কে ধারণা করা যায়।
0 Comments