Advertisements
উত্তর: যে-সিন্থেটিক পলিমার ইচ্ছা মত আকার আকৃতি দেওয়া যায়, তাকে প্লাস্টিক পলিমার বলে। প্লাস্টিক বিশাল অণুবিশিষ্ট পদার্থ। এদের স্থিতিস্থাপকতা ধর্ম নেই। প্লাস্টিক মাটির সঙ্গে মেশে না কারণ, মাটির অণুজীব এদের বিভাজিত করতে পারে না। তাই প্লাস্টিক জাত পদার্থ গুলি পরিবেশের দীর্ঘস্থায়ী জঞ্জাল হিসেবে মাটির উর্বরতাকে নষ্ট করে। এগুলি নালা নর্দমার জল নিকাশি ব্যবস্থায় বাধা সৃষ্টি করে এবং রোগ জীবাণুর বিস্তার ঘটায়। ক্যারিব্যাগ, খাবার প্যাকেট, চায়ের কাপ, জলের গ্লাস, তেল, শ্যাম্পু, গুটখার ছােটো পলিপ্যাক, ব্যবহারের অযােগ্য কলম, টুথব্রাশ, চিরুনি ইত্যাদি প্লাস্টিক জাত পদার্থ গুলি ক্রমাগত পরিবেশকে দূষিত করছে। প্লাস্টিক পােড়ালে উদ্ভূত বিষাক্ত ডায়ােক্সিন গ্যাস বায়ুকে দূষিত করে। কিভাবে প্লাস্টিক দ্বারা পরিবেশ দূষণ ক্রমাগত বেড়েই চলেছে।
0 Comments