উত্তরঃ কঙ্গো ছিল বেলজিয়ামের উপনিবেশ। ১৯৬০ খ্রিস্টাব্দের ৩০ জুন বেলজিয়াম কঙ্গো ছেড়ে চলে যায় এবং কচ্গো স্বাধীনতা লাভ করে। কিন্তু স্বাধীনতার পর সেখানে বিভিন্ন উপজাতির মধ্যে সংঘর্ষ, সেনাবাহিনীতে বিদ্রোহ প্রভৃতি কারণে বিশৃঙ্খল অবস্থার সৃষ্টি হয়। এরূপ পরিস্থিতিতে শােম্বের নেতৃত্বে কগা কাংগা প্রদেশ স্বাধীনতা ঘােষণা করে। এদিকে বেলজিয়াম তাদের দেশবাসীদের রক্ষা করার নামে পুনরায় ক্গােতে ফিরে আসে এবং বিদ্রোহী নেতা শােম্বের অনুরােধে তাকে নানাভাবে সাহায্য করতে থাকে। ফলে কষ্গাের স্বাধীনতা বিপদগ্রস্ত হয়। এই অবস্থায় কঙ্গের প্রধানমন্ত্রী পেট্রি লুমুম্বা (Patrice Lumumba) এবং প্রেসিডেন্ট কাকাবাবু (Kasa Vubu) ১৯৬০-এর জুলাই মাসে সম্মিলিত জাতিপুঞ্জের সাহায্য প্রার্থনা করেন। ২০ জুলাই নিরাপত্তা পরিষদ সর্ব সম্মতিক্রমে বেলজিয়ামকে কম্গো পরিত্যাগ করে যাওয়ার নির্দেশ দেয়। বেলজিয়ামরা শীঘ্রই কাতাংগা ছাড়া সমগ্র কপ্গাে পরিত্যাগ করে চলে যায়। জাতিপুঞ্জের বাহিনী কঙ্গেই প্রবেশ করে এবং তার ফলে যথেষ্ট রপাত ঘটে। অবশেষে পরবর্তী মহাসচিব উ থান্ট-এর মধ্যস্থতায় ১৯৬১-র ডিসেম্বর মাসে শােম্বের সঙ্গে কঙ্গোর কেন্দ্রীয় সরকারের এক চুক্তি হয় এবং শােস্বে পৃথক কাতাংগার দাবি প্রত্যাহার করে নেন। ১৯৬৪ খ্রিস্টাব্দের জুন মাসে সম্মিলিত জাতিপুঞ্জের বাহিনী কগাে ছেড়ে চলে যায়। জাতিপুঞ্জের সফল উদ্যোগে কঙ্গোর ঐক্য ও স্বাধীনতা রক্ষিত হয়।

0 Comments