Advertisements
চীনে প্রায় ৩৭০টি বড় হুদ আছে। এর মধ্যে ১৩০টির আয়তন ১০০ বর্গ কিমি,রও বেশি। সায়ডম মালভূমির পূর্বদিকে অবস্থিত (১) কোকোনর হ্রদ চীনের বৃহত্তম হ্রদ। এটি লবণাক্ত জলের হ্রদ। এখানকার অন্যান্য লবণাক্ত জলের হ্রদের মধ্যে ছিংহাই-তিব্বত মালভূমির (২) ছিহাই হ্রদ, সিনজিয়াং-এর (৩) লপনর হ্রদ প্রভৃতি উল্লেখযােগ্য। চীনে স্বাদু জলের হরদও অনেক আ যেমন—ইয়াংসিকিয়াং সমভূমির (৪) ডাে থিং হ্রদ, (৫) হােংহু হ্রদ, (৬) ছাওল হ্রদ, ইউনান মালভূমির (৭) এরহাই হ্রদ, উত্তর-পূর্ব চীনের (৮) জিংবাে হ্রদ, তিব্বতের (৯) মানস সরােবর প্রভৃতি।

0 Comments