Ad Code

হাইড্রোজেনকে দুষ্ট মৌল' বলা হয় কেন ?




Advertisements

উত্তর: হাইড্রোজেনকে দুষ্ট মৌল বলা হয়। পর্যায় সারণিতে H-এর স্থান বিতর্কমূলক। প্রথম শ্রেণিতে (IA) থাকা ক্ষারধাতু গুলির সঙ্গে হাইড্রোজেন সদৃশতা দেখায়। ক্ষার ধাতু গুলির মতো হাইড্রোজেন একযােজী, ধনাত্মক তড়িৎ ধর্মী বিজারক; অধাতুর সঙ্গে যুক্ত হয়ে যৌগ উৎপন্ন করে এবং দ্রবণে H+ আয়ন উৎপন্ন করে।

 অন্যদিকে, VIIA (17 নং) শ্রেণিতে থাকা হ্যালোজেন মৌল গুলির সঙ্গে হাইড্রোজেন সদৃশতা দেখায় ক্লোরিন বা ক্লোরিনের মতাে হাইড্রোজেনও গ্যাস এবং অধাতু; ধাতব হ্যালাইডের মতাে ধাতুর সঙ্গে হাইড্রাইড (NaH) উৎপন্ন করে। হ্যালাইড যেমন আয়নিত হলে অ্যানায়ন উৎপন্ন করে, সেইরকম হাইড্রাইড যৌগ আয়নিত হলে H (অ্যানায়ন) দেয়। হাইড্রোজেনের এই দ্বৈত আচরণের জন্য একে 'দুষ্ট মৌল বলে চিহ্নিত করা হয়।

Download Link of this Content
Advertisements
Best Search Engine Optimization
Advertisements

Post a Comment

0 Comments