Advertisements
উল্কাপিণ্ডগুলি ম্যাগনেটোস্ফিয়ারে ঘর্ষণজনিত বলের প্রভাবে প্রজ্জ্বলিত হয় এবং এক্সোস্ফিয়ারের মধ্য দিয়ে যাওয়ার সময় 1650°C তাপমাত্রায় দাউ দাউ করে জ্বলে ওঠে। কিন্তু, পরবর্তী স্তর মেসােস্ফিয়ারে -100°C তাপমাত্রার সংস্পর্শে এসে নিভে যায় এবং উল্কার মধ্যস্থিত বিভিন্ন খনিজ পদার্থের সংকোচন বিভিন্ন মাত্রায় ঘটে কারণ প্রতিটি পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বা আয়তন প্রসারণ গুণাঙ্ক বিভিন্ন হয়। এর ফলস্বরূপ উল্কাপিণ্ডটি ফেটে যায় এবং বিভিন্ন আকারের টুকরােয় পরিণত হয়। এই টুকরাে অংশগুলির ক্ষুদ্রাতিক্ষুদ্র অংশগুলি ভূ-পৃষ্ঠের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে। একটিবার মাত্র একটি বড়াে আকারের উল্কাপিণ্ড ভূ-পৃষ্ঠে পড়ে বড়াে আকারের গর্তের সৃষ্টি করেছিল।

0 Comments