Ad Code

পূর্বাচল বলতে কী বােঝায়?




Advertisements

 পশ্চিম থেকে পূর্বে প্রসারিত হিমালয় পর্বতশ্রেণী অরুণাচল প্রদেশের উত্তর-পূর্বে (তিব্বতে) নামচাবারােয়া শৃঙ্গের কাছে গিয়ে সম্পূর্ণ দক্ষিণদিকে বেঁকে গিয়েছে। এরপর পাটাকই, নাগা, লুসাই, মিশমী প্রভৃতি নামে ঐ পর্বতশ্রেণী অরুণাচল, অসম, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা প্রভৃতি রাজ্যের মধ্যে দিয়ে আরও দক্ষিণদিকে প্রসারিত হয়েছে। উত্তর-পূর্ব ভারতের এইসব পর্বতশ্রেণীকে একসঙ্গে বলে পূর্বাচল। হিমালয়ের দক্ষিণের শাখা বলে পরিচিত পূর্বাচলের এই পর্বতশ্রেণীসমূহের উচ্চতা কম, গড়ে ১,৮০০ থেকে ৪,০০০ মিটার। পূর্বাচলের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম দাফাবুম (৪,৫৭৯ মি.)। এটি অরুণাচল প্রদেশের মিশমী পর্বতশ্রেণীতে অবস্থিত।

Download Link of this Content
Advertisements
Best Search Engine Optimization
Advertisements

Post a Comment

0 Comments