Advertisements
পাটকাই, নাগা, লুসাই প্রভৃতি পর্বতশ্রেণী নিয়ে গঠিত উত্তর-পূর্ব ভারতের পার্বত্যভূমির বিশেষ গুরুত্ব আছে, যেমন(১) এখানকার পার্বত্য অঞ্চল অরণ্য সম্পদে সমৃদ্ধ। (২) প্রাচীরের মতাে বিস্তৃত থেকে এখানকার পর্বতগুলি দেশের পূর্ব সীমায় প্রতিরক্ষার কাজে সহায়তা করে। (৩) এখানকার পার্বত্য নদীগুলি খরস্রোতা, তাই জলবিদ্যুৎ উৎপাদনের উপযােগী। (৪) পাহাড়ের ঢালে চা, রবার প্রভৃতি চাষ করা হয়। (৫) প্রাকৃতিক শােভার কল্যাণে এই অঞ্চলটি পর্যটকদের কাছে যথেষ্ট আকর্ষণীয়।

0 Comments